সকল মেনু

বন্যপ্রাণী রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -সমাজকল্যাণ মন্ত্রী

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৫টায় ১০টি বন্যপ্রাণী অবমুক্ত করলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। অবমুক্তকরা প্রাণীগুলো হচ্ছে ১টি অজগর সাপ, ২টি মেছোবাঘ, ১টি গন্ধগোকুল, ১টি বাদামী বানর ও ৫টি পরিযায়ী পাখি। এরপর মন্ত্রী ৩টি ফলজ বৃক্ষ রোপন করেন। এ সময় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী) মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা (বন্যপ্রাণী) মো: মর্তুজা আলী, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সময় লোকালয়ে ধরা পড়া প্রাণীগুলো এখানে অবমুক্ত করা হয় বলে জানান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল রঞ্জন দেব। বন্যপ্রাণী অবমুক্ত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জীব যন্ত্র রক্ষাবেক্ষনে ভূমিকা পালন করছে। জীব বৈচিত্র রক্ষায় বন্যপ্রানী ফাউন্ডেশন যেভাবে পরিবেশ ও জীব যন্ত্র রক্ষণাবেক্ষণে কাজ করছে। সেভাবে সবাইকে বন, পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় এগিয়ে আসা উচিত। লাউয়াছড়া বন একটি সমৃদ্ধ বন। এই বন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। লাউয়াছড়া বন রক্ষার্থে বনকর্মীসহ নিরপত্তা জোরদার করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top