সকল মেনু

হলমার্কের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের

ঢাকা, ২৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম)  :  ঋণ কেলেঙ্কারির দায়ে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে ঢাকার প্রথম অর্থঋণ রবিউজ্জামানের আদালতে সোনালী ব্যাংকের পক্ষে ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম বাদী হয়ে মামলাগুলো করেন।

জানা যায়, হলমার্কের ৩টি প্রতিষ্ঠানের কাছে প্রায় ২২ কোটি টাকা পাওনা আদায়ে এই মামলা করা হয়।

হলমার্ক এঙেসরিজের কাছে পাওনা ১০ কোটি ৯২ লাখ, হলমার্ক স্টাইলের কাছে ৯ কোটি ১৮ লাখ এবং হলমার্ক প্যাকেজিংয়ের কাছে ১ কোটি ৮ লাখ টাকা আদায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে হলমার্ক গ্রুপ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top