সকল মেনু

বিমানকে লাভজনক করতে উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা, ২৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হওয়া চতুর্থ বোয়িং ৭৭৭-৩০০ ইআর ‘রাঙা প্রভাত’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান শুধু সেবা দানকারী প্রতিষ্ঠান নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানও। তাই বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ জন্য এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, বাইরে থেকে কার্গো উড়োজাহাজ ভাড়া করে কাজ করা হয়। এতে লাভ করা সম্ভব নয়। তাই কার্গো উড়োজাহাজ কেনা দরকার। এতে আমদানি-রফতানিকারকরা উপকৃত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top