সকল মেনু

বার্সেলোনা ও অ্যাটলেটিকোর জয়

ক্রীড়া ডেস্ক, ২৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : স্প্যানিশ লা লিগায় বুধবার রাতে জয় পেয়েছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। নেইমারের জোড়া গোলে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। আর অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে গ্রানাডাকে। দলের হয়ে জয় সূচক একমাত্র গোলটি করেন দিয়েগো কস্টা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের ৬ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩০ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে নেইমার তার জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি বার্সাকে এগিয়ে নেন ৩-০ গোলে। শেষ পর্যন্ত এগিয়ে থেকেই শেষ হয় ম্যাচ।

এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ম্যাচের ৬৭ মিনিটে গোল করে জয় এনে দেন তারকা খেলোয়াড় দিয়েগো কস্টা।

এ জয়ের ফলে ৩০ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ সবার শীর্ষে আর বার্সেলোনা ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ৭০ পয়েন্ট নিয়ে রিয়াল তৃতীয়তে।

ছবির ক্যাপশন : বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেসের ইনজুরিতে পড়ার দৃশ্য

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top