সকল মেনু

রিয়ালের টানা দ্বিতীয় হার

ক্রীড়া ডেস্ক, ২৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার কাছে হারের ক্ষত এখনো শুকায়নি। তার আগেই আবারো হারের মুখোমুখি হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বুধবার সেভিয়ার কাছে তারা হার মেনেছে ২-১ গোলে। এই হারের ফলে রিয়ালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের উপরে উঠে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা ।

সেভিয়ার মাঠে অবশ্য ১৪ মিনিটেই গোলের দেখা পান ক্রিশ্চিয়ানো রোনালদো।তার গোলে এগিয়ে যায় রিয়াল।তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি লস ব্লাঙ্কোসরা।

১৯ মিনিটে বাক্কা গোল করে সেভিয়াকে সমতায় ফেরান। তখন হয়তো কেউ ভাবেনি হার নিয়ে মাঠ ছাড়তে হবে রিয়ালকে। ১-১ গোলের সমতা নিয়েই বিশ্রামে যায় উভয় দল।

বিরতির পর ৭২ মিনিটে বাক্কার গোলেই এগিয়ে যায় সেভিয়া (২-১)। বাদবাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি রোনালদো-বেনজেমারা। ফলে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

এই হার শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে দিতে পারে রিয়ালকে। কারণ লিগে মাত্র ৮টি করে ম্যাচ বাকি রয়েছে। এই আট ম্যাচের মধ্যে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ যদি কমপক্ষে একটি ম্যাচে হার না মানে তাহলে শিরোপা জয় স্বাদ পাওয়া নাও হতে পারে রিয়ালের।

৩০ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট সংগ্রহ করে সবার উপরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৭২ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান দ্বিতীয়তে। আর ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top