সকল মেনু

লাখো কন্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠিত

 সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও নাট্য ফেডারেশানের পরিবেশনায় জাতীয় সংগীত অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ সকাল ১১টায় সিরাজগঞ্জের শহীদ শামছুদ্দিন ষ্টেডিয়ামে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে সাথে মিল রেখে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বাংলাদেশের মানুষের মাঝে শুদ্ধ জাতীয় সংগীত পরিবেশন এবং গ্রীনীজ ওয়াল্ড রেকড করার জন্য এই উদ্যেগ গ্রহন করা হয়েছে। সকাল ১১ টা বাজার সাথে সাথে মাঠের ডিসপ্লে প্রতিযোগীতা বন্ধ রেখে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন,পুলিশ সুপার মোঃ এমরান হোসেন, সাবেক সংসদ সদস্য রুমনা মাহমুদ,জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরী,জেলা শিল্পকলা একাডেমীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন পবলু, নির্বাহী সদস্য হীরক গুন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোমিন বাবু,যুগ্ন সম্পাদক ইমরান মুরাদ,সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশানের সভাপিতি আছির উদ্দিন মিলন,সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ,দপ্তর সম্পাদক কে কে নুর,সহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যও প্রশাসনের  কর্মকর্তা উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top