সকল মেনু

মানুষ হত্যা ও মিথ্যা বলা আ’লীগের ঐতিহ্য’

ঢাকা, ২৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : সন্ত্রাস করে মানুষ হত্যা এবং মিথ্যা বলা আওয়ামী লীগের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রিজভী আহমেদ।

বুধবার রাতে বিএনপির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে রিজভী বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মতো একটি মহিমান্বিত দিবসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের সামনে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ মিনারে ফুল দিতে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নির্মম ও পৈশাচিকভাবে বোমা মেরে হত্যা ও আহত করার ঘটনা কতটা নির্মম ও নিষ্ঠুর যা কেবল তারাই ঘটাতে পারে।

ছাত্রদল নেতা সুজনকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আওয়ামী সন্ত্রাসীরা বোমা মেরে নির্মমভাবে হত্যা এবং সাতজনকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

দেশের চলমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আইন-শৃংখলা পরিস্থিতিতে দলটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সর্বক্ষেত্রে বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা, বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, সমন্বয়হীনতা এবং কান্ডজ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য ও হটকারী আচরণে দেশের মানুষ ভয়াবহ নির্মমতার যাঁতাকলে পিষ্ট হচ্ছে। নির্যাতন-নিপীড়ন ও সর্বগ্রাসী দুর্নীতিতে জাতি আজ হাবুডুবু খাচ্ছে।

তিনি বলেন, এমন সংঘাতপূর্ণ অনিশ্চিত পরিবেশ বাংলাদেশে এর আগে কখনো সৃষ্টি হয়নি। প্রশাসনে নির্লজ্জ ও জঘন্য দলীয়করণ এবং বর্বর ও পৈশাচিক রাষ্ট্রীয় সন্ত্রাসী তান্ডব স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের আর কখনো দেখেনি।

বিবৃতিতে বলা হয়, গত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গোটা জাতি যখন সোচ্চার তখন তারা আরো অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তারা দলীয় সন্ত্রাসী বাহিনীর মতো ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে। একই সঙ্গে দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের ওপর প্রকাশ্য হামলা চালানোর লাইসেন্স দিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যাদের বড় বড় বুলি আওড়াতে দেখা যায় তাদের হাতেই আজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম হুমকির মুখে।

বিবৃতিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা মেরে ছাত্রদল নেতা সুজনকে হত্যাকারী আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। নিহত সুজনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবগের্র প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top