সকল মেনু

দাওয়াত পাননি এরশাদ-রওশন

ঢাকা, ২৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : স্বাধীনতার ৪৩ তম দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীতের বিশ্ব রেকর্ড গড়ার দিনে আমন্ত্রণ পাননি জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার সকালে এরশাদ ও রওশন এরশাদের আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রচার সম্পাদক সুলতান মাহমুদ।

সুলতান মাহমুদ বলেন, এটা তো মন্ত্রণালয়ের অনুষ্ঠান। মন্ত্রণালয় থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে এটা ১৬ কোটি মানুষের অনুষ্ঠান। যে যার মতো অনুষ্ঠানে শরিক হবে।

তিনি বলেন, লাখো কণ্ঠে জাতীয় সংগীতে আমাদের আমন্ত্রণ জানানো না হলেও বিকেলে বঙ্গভবনে জাপা চেয়ারম্যান এরশাদ ও রওশন এরশাদ অংশ নেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top