সকল মেনু

২ বছরের মধ্যে পদ্মাসেতু : ওবায়েদুল কাদের

ঢাকা, ২৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দেড় থেকে ২ বছরের মধ্যে পদ্মাসেতু নির্মাণসহ বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দেখা যাবে।

বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সবাই মিলে মুক্তিযুদ্ধকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিয়ে যাবো।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আদালতে মামলা চলছে। রায় হবার পর আমরা ব্যবস্থাগ্রহণ করবো।

পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুব আলী খান, বদরুল আলম বদর, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, যুগ্ম-সম্পাদক সোলায়মান বিশ্বাস, টুঙ্গীপাড়া উপজেলার নব-নির্বাচিত মেয়র গাজী গোলাম মোস্তফা প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top