সকল মেনু

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

নারায়ণগঞ্জ, ২৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিপরদী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

বুধবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের হেলপার জনি, গার্মেন্টস কর্মী হাসান, পারুল ও অজ্ঞাতনামা একজন। আহতদের স্থানীয় হাসপাতাল, ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দাউদকান্দিগামী যাত্রীবাহী বাস (সিলেট জ ১১-০১২১) দ্রুতবেগে মহাসড়কের সোনারগাঁয়ের ত্রিপরদীর চৈতি গার্মেন্টসের সামনে দিয়ে অতিক্রম করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে গিয়ে আঘাত পেয়ে রাস্তায় উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই নারীসহ চারজন বাসযাত্রী নিহত হন এবং ২০ জন আহত হন। যাত্রীরা বেশির ভাগ মাছ ও তরকারি ব্যবসায়ী। ঘটনার পরপরই পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ রিজাউল হক জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top