সকল মেনু

চট্টগ্রাম বিমানবন্দরে ১০৫ কেজি সোনা, আটক ১০

ঢাকা, ২৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনাসহ ১০ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ০২৬ ফ্লাইট থেকে প্রায় ১০৫ কেজি সোনাসহ এদের আটক করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মন্ডল জানিয়েছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে দুটি বড় ব্যাগভর্তি অবস্থায় এসব সোনা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার পরিমাণ ১০৫ কেজি। পাচারকারী সন্দেহে বিমানের ১০ যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিমানে এখনো তল্লাশি অভিযান চলছে।

এদিকে চট্টগ্রাম বিমানবন্দরে এত বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে কাস্টমস কর্মকর্তারা ধারণা করছিলেন, উদ্ধার করা সোনার পরিমাণ ৪০ কেজি এবং পরে ১২০ কেজির কথা বলা হয়। পরে পরিমাপ করে সঠিক ১০৫ কেজি নির্ধারিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top