সকল মেনু

দুপুরে মুখোমুখি নিউজিল্যান্ড-দ. আফ্রিকা, সন্ধ্যায় শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস

চট্টগ্রাম, ২৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের।

এই মিশনে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ রানে হারায়।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হাইস্কোরিং ম্যাচে ৫ রানে পরাজিত হয় প্রোটিয়াসরা।
চট্টগ্রামে বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাটাই ভারী। ১১ ম্যাচের ৮টিতেই জিতেছে তারা।

অন্যদিকে নিউজিল্যান্ডের জয় মাত্র ৩টি ম্যাচে। পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও ইংল্যান্ডকে হারিয়ে মানসিকভাবে এগিয়ে থাকা নিউজিল্যান্ডও যেকোনো সময় জ্বলে উঠতে সক্ষম।

দুপুরের ম্যাচ শেষে একই মাঠে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে কোয়ালিফাইং রাউন্ড পার করে আসা নেদারল্যান্ডস। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই দল এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে। এর আগে তিনটি একদিনের ম্যাচ খেললেও তিনটি ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top