সকল মেনু

ওয়ালটনের স্টল পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ওয়ালটনের স্টল পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইন্টোরিওর ডেকর এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি স্টল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের তৈরি পণ্যসামগ্রী দেখে আনন্দিত হন এবং প্রশংসা করেন।

গৃহসজ্জার এই মেলায় ওয়ালটনের মূল আকর্ষণে রয়েছে- ইউপিভিসি দরজা ও জানালা। যা আগুন, পানি, ধূলাবালি, তাপ ও সূর্যের আলো প্রতিরোধ এবং বাতাসের উচ্চচাপ বহনে সক্ষম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, বাংলাক্রাফ্ট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টারের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।

তিন দিনব্যাপী এই মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় মোট ৫১টি স্টলে বাংলাদেশের ফার্নিচার কোম্পানিগুলো তাদের পণ্য সামগ্রী নিয়ে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top