সকল মেনু

ফরিদপুরের সালথায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ ॥ আহত-৪০

লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি, ২৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ফরিদপুরের সালথায় আওয়ামীলীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সালথা উপজেলা আওয়ামীলীগের সদস্য তেহারউদ্দিন মাতুব্বরের সমর্থকদের সাথে উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সমর্থকদের রোববার বিকালে লক্ষনদিয়া গ্রামে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় দুই পক্ষের লোকজনই লাঠিসোটা, ঢাল, শরকি, বল্লম সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে  নিয়ে সংঘর্ষে যোগ দেয়। এ ঘটনায় সালথা থানা পুলিশ প্রায়

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তিনি বলেন এলাকাটি উপ্তাত্ত থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top