সকল মেনু

নির্বাচন ভালো হয়েছে : এইচ টি ইমাম

ঢাকা, ২৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন বেশ ভালো ও সন্তোষজনক হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এইচ টি ইমাম।

তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে সার্বিকভাবে নির্বাচন বেশ ভালোভাবে হয়েছে, সন্তোষজনক হয়েছে। গতকাল ভারপ্রাপ্ত নির্বাচন শক্ত হাতে নির্বাচন পরিচলানা করার ঘোষণা দিয়েছিলেন। এজন্য আমি গর্বের সঙ্গেই বলছি, নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবেই নির্বাচন পরিচালনা করছে। আমি তাদের ধন্যবাদ জানাই।’

‘কোনো গণতান্ত্রিক দেশে সেনাবাহিনীকে কেন উপজেলা নির্বাচনে বিচারিক ক্ষমতা দেওয়া হলো?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ সম্পর্কে যারা বলছে, তাদের আইন সম্পর্কে জ্ঞান মনে হয় একটু সীমাবদ্ধ। নির্বাচন কমিশনের ১৩১ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে- কোথাও যদি সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ন্যস্ত করা হয় এবং সেখানে যদি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট না থাকে, তবে সেনাবাহিনীকে অ্যারেস্ট (গ্রেফতার) করার ক্ষমতা দেওয়া হয়েছে।’

অ্যারেস্ট করার ক্ষমতা কিন্তু বিচারিক ক্ষমতা নয়। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, গ্রেফতার করার পর যত দ্রুত সম্ভব নিকটবর্তী থানা বা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। বিচারিক ক্ষমতা শুধু ম্যাজিস্ট্রেটের রয়েছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা কোথায় এ ধরনের বিচারিক ক্ষমতা পেলেন? কেন এমন করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন!’

আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের বিষয়ে বিএনপিকে চ্যাটার বক্স (পেশাদার মিথ্যাচার) অভিহিত করে তিনি বলেন, ‘সত্যি সত্যি আওয়ামী লীগে সংঘর্ষ হচ্ছে কি না, কিংবা আওয়ামী লীগের মধ্যে ঢুকে অন্য কেউ এমন কোনো কিছু করছে কি না- আমরা এসব বিষয় খতিয়ে দেখছি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা উপসম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top