সকল মেনু

বিএনপিকে তওবা করতে হবে

ঢাকা, ২৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বিএনপি নেতাদের উদ্দেশ করে বলেছেন, ‘আপনাদের এখন (বিএনপি) তওবা করতে হবে এবং বলতে হবে, আমরা জঙ্গিবাদের পথে যাব না, জামায়াতের সঙ্গে থাকব না। আর মানুষ হত্যা করব না।’

রোববার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

লেনিন বলেন, ‘এখন সংলাপের সময় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের (একাদশ) তফসিল ঘোষণার পর সংলাপ হবে। সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। খালি কলস বাজে বেশি। এখন হুমকি আর ফাঁকা আওয়াজ করে লাভ নেই। বিএনপিকে অতীতের ভুল স্বীকার করে আরেকটি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপির দশা বঙ্কিম চন্দ্রের উক্তির মতো ‘পথিক তুমি পথ হারিয়েছ’। বিএনপি এখন পথহারা পথিক। তারা কোন দিকে যাবে পথ খুঁজে পাচ্ছে না। আজ আন্দোলন করবে। কাল বলে আন্দোলন নয়, আইনী লড়াই করবো।’

হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য হাজি মো.সেলিম, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top