সকল মেনু

দিনাজপুরে নানা রঙের ঘুড়িতে রঙিন আকাশ

 নুরন্নবী বাবু.দিনাজপুর প্রতিনিধি: ঋতুরাজ বসন্তের সকালে উৎসব ও আনন্দঘন পরিবেশে দিনাজপুরে শুক্রবার সম্পন্ন হলো ঘুড়ি উৎসব। “নির্মল আকাশে উড়াই ঘুড়ি-এসো আলোকিত সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে পালিত হলো ঘুড়ি উৎসব।
বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহযোগিতায় ও দিনাজপুর ঘুড়ি উৎসব কমিটির আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় বড় ময়দানে আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের। পুলিশ সুপার মোঃ রুহুল আমিন আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব ইমরুল হক ইমন। ঘুড়ি উৎসবে ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন দেশের প্রায় ৬৫টি রং-বেরঙের বিভিন্ন সাইজের ঘুড়ি উড়ানো ও প্রদর্শন করা হয়। স্থানীয়ভাবে নানা বয়সের দেড় শতাধিক প্রতিযোগি আনন্দমূখর পরিবেশে ঘুড়ি উড়ানো ও কাটাকাটির উৎসবে মেতে উঠেন। তবে শিশু-কিশোরদের অংশ গ্রহণ ছিল সবচাইতে বেশি। শিশুরা তাদের বাবা-মার হাত ধরে ঘুড়ি উড়ানোর আনন্দে নিজেদের শরিক করার জন্য সমবেত হয় উৎসব প্রাঙ্গনে। কিছু বয়স্ক লোক রঙিন ঘুড়ি নিয়ে নির্মল আকাশে আনন্দ ছড়িয়ে দেন।
ঘুড়ি উৎসব উপলক্ষে স্থানীয় শিশু একাডেমিতে আয়োজন করা হয় ঘুড়ি বিষয়ক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top