সকল মেনু

ইউক্রেনের তিনটি যুদ্ধজাহাজ দখল করেছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক, ২১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ক্রিমিয়া উপদ্বীপে কৃষ্ণ সাগরসংলগ্ন সেভাস্তোপোল ঘাঁটি থেকে ইউক্রেনের তিনটি যুদ্ধজাহাজ দখল করেছে রাশিয়ার সৈন্যরা।

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া যুক্ত হওয়ার দ্ইু দিন অতিবাহিত হতে না হতেই এমন অভিযোগ করল ইউক্রেনের সেনাবাহিনী।
ভ্লাদিস্লাভ সেলেজনিয়ভ নামে ইউক্রেনের একজন সামরিক মুখপাত্র দাবি করেছেন, বৃহস্পতিবার ক্রিমিয়ার সেভাস্তোপোল ঘাঁটিতে হানা দিয়ে রাশিয়ার সৈন্যরা তাদের টার্নোপোল রণতরীটি দখল করে নেয়।

সেভাস্তোপোলে নতুন করে ইউক্রেন যে দুটি রণতরী ভিড়িয়েছিল তাও রুশ সেনারা দখল করে নিয়েছে বলে দাবি করেছেন ভ্লাদিস্লাভ সেলেজনিয়ভ। দখল করে নেওয়া ওই যুদ্ধজাহাজে রাশিয়ার তিন রঙা পতাকা ওড়ানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তাদের ১৪ হাজার ৫০০ নৌসেনা রয়েছে, যার অধিকাংশ ক্রিমিয়া উপকূলে মোতায়েন করা আছে।

উল্লেখ্য, ইউক্রেন থেকে ক্রিমিয়া বের হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর কৃষ্ণ সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে মস্কো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top