সকল মেনু

১৫ প্রার্থীর বিরুদ্ধে হত্যা মামলা

ঢাকা, ২০ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : চতুর্থ পর্যায়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহনকারি ১১৩ জন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা আছে। এর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে চতুর্থ পর্যায়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ তথ্য জানান।

সুজনের জাতীয় কমিটির সদস্য সানজিদা হক বিপাশা সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদনে প্রার্থীদের পেশার ব্যাপারে বলা হয়, ১১৩ জনের মধ্যে কোটিপতি ৫৩ জন প্রার্থী। এর মধ্যে ৫ কোটি টাকার বেশি সম্পদের অধিকারী আছেন ১১ জন।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়, ৩৭৯ জন প্রার্থীর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পাশ আছেন ২০০ জন। এসএসসির নিচে আছেন ৯৬ জন।

পেশা সংক্রান্ত তথ্যের ব্যাপারে বলা হয়েছে, অধিকাংশের পেশা ব্যবসা। তার মধ্যে ২২৬ জন ব্যবসার সঙ্গে জড়িত। কৃষির সঙ্গে জড়িত ৫৭ জন। ১৬ জন কোনো পেশার কথা হলফনামায় উল্লেখ করেননি।

প্রার্থীদের বাৎসরিক আয়ের ব্যাপারে বলা হয়, ৯৮ জনের আয় দুই লাখ টাকার কম। ৫ জনের আয় কোটি টাকার উপরে। ৫ লাখ টাকার নিচে আয় ২৫৪ জনের ।

দায়-দেনা ও ঋণ সংক্রান্ত ব্যাপারে বলা হয়, ঋণ গ্রহিতা আছেন ৬৩ জন। ৩১৬ জনেরই কোনো ঋণ নেই।
আয়কর প্রদাণ সংক্রান্ত তথ্যের ব্যাপারে বলা হয়, ১৭৮ জনই আয়কর প্রদাণ করেন। ৫ হাজার টাকার চেয়ে কম আয়কর প্রদাণ করেন ১২৩ জন। লাখ টাকার উপর আয়কর প্রদাণ করেন ১৬ জন। ৫ লাখ টাকার উপরে আয়কর দেন ৪ জন।

সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আমরা সহিংসতার ঘটনার ব্যাপারে গণমাধ্যমের সাথে একমত। এর কারণ হচ্ছে, নির্বাচন কমিশনের নিরবতা। ব্যাপক সহিংসতার পরও নির্বাচন কমিশন নির্বাক। আর দলগুলো তাদের বিধি-বিধান ভঙ্গ করেছে। এ ব্যাপারে কমিশন কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।
তিনি বলেন, তাই এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। দীর্ঘদিন ছুটিতে কাটানোও প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের। তাই আমরা সুজনের পক্ষ থেকে সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের প্রতি নির্বাচনী প্রক্রিয়াকে সকল প্রকার বিতর্ক ও সহিংসতামুক্ত করতে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো দলের এজেন্ট হিসেবে কাজ করছি না। এর আগে গত বিএনপির শাসনামলেও  আমাদের ব্যাপারে কথা উঠেছিল,‘আমরা নিরপেক্ষ ভুমিকা পালন করি না।’ আমরা বলতে চাই, সুজন নিরপেক্ষ ভুমিকা পালন করছে।

সুজনের সভাপতি হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সুজনের নির্বাহী কমিটির সদস্য মো: জাহাঙ্গীর প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top