সকল মেনু

ক্রিমিয়া থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক, ২০ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ক্রিমিয়া থেকে ইউক্রেনের সৈন্য ও তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে আনার পরিকল্পনা করছে ইউক্রেন সরকার। কিয়েভ থেকে ইউক্রেনের নিরাপত্তা প্রধান আন্দ্রে পারুবি বলেছেন, তিনি চান ক্রিমিয়ায় থাকা ইউক্রেনের সৈন্যদের ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ও কার্যকরভাবে মূল ভূখ-ে নিয়ে আসতে। এ অনুযায়ী পরিকল্পনাও শুরু করেছে সরকার।

এর আগে রুশপন্থী সৈন্যরা দুটি নৌঘাঁটি দখল করে নেয়, যার মধ্যে ক্রিমিয়ায় ইউক্রেনের নৌসদর দফতরও রয়েছে।

কিয়েভ বলছে, সেখান থেকে তাদের নৌবাহিনী প্রধান সেরহিয়ে হায়ডুককে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য এর দ্রুততম প্রতিক্রিয়াও জানিয়েছে কিয়েভ।

তারা হুমকি দিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে নৌবাহিনী প্রধানকে মুক্তি দেয়া না হলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

অবশ্য সেরহিয়ে হায়ডুককে মুক্তি দেয়ার জন্য এরই মধ্যে ক্রিমিয়াকে আহ্বান জানিয়েছে রাশিয়া।

ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ব্যাপারে একটি চুক্তি সম্পাদন হওয়ার পরের দিনই এসব ঘটনা ঘটছে।

এদিকে ক্রিমিয়া পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সেখানে রুশ এবং আমেরিকান রাষ্ট্রদূতদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতির একটি কূটনৈতিক সমাধানের জন্য আজ বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব ব্যান কি মুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top