সকল মেনু

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 হটনিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) স্বাধীনতার মহান নায়ক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানের পরে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আহাদ আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ ওমর ফারুক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধামন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। ড. আবদুস সোবহান গোলাপ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আলেম-ওলামাদের উন্নীতকল্পে মসজিদ, মাদ্রাসা, ইসলামী শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি এস এইচ এম আরিফ বিল্লাহ, মুফতি আশিকুল ইসলাম মিলন যুক্তিবাদী, অধ্যক্ষ মাওলানা খ ম শাহাদাৎ হোসাইন মিজান, মাওলানা আকরাম হোসেন, মাওলানা মোস্তফা চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাফেজ আব্দুল্লাহ, অ্যাড. মাওলানা আবু বকর সিদ্দিকী, আলহাজ্ব মো. নেছার উদ্দিন ছালেহীন, মাওলানা আবুল খায়ের মজুমদার, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা মোফাফফর হোসেন খোকন, মাওলানা আফসার উদ্দীন হেলালী, মাওলানা মো. শাহীন, হাফেজ আব্দুল মতিনসহ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top