সকল মেনু

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে পরিবহণ ধর্মঘট

রাজশাহী, ১৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আটক ৫ ট্রাক চালকের নি:শর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাকা হয়েছে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার সমঝোতার আশ্বাস দেওয়া হলেও সাড়া না পাওয়ায় ধর্মঘটের ডাকা হলো। ধর্মঘট নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তাদের সঙ্গে বসে মিমাংসা করা হবে।’ প্রসঙ্গত, সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত রাজশাহীর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর তা বহনের অভিযোগে ৫ ট্রাক চালককে ৬ মাসের কারাদণ্ড দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top