সকল মেনু

মাওলানা নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

ঢাকা, ১৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর আদালতে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে বিচার কার্যক্রম শুরু হয়। মাওলানা নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করছেন এডভোকেট মিজানুল ইসলাম।

গত ১০ মার্চ থেকে ১৩ মার্চ নিজামীর বিরুদ্ধে দ্বিতীয় বারের মতো যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন করে প্রসিকিউশন। তাদের যুক্তিতর্ক শেষে ১৪ মার্চ আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

২০১৩ সালের ২০ নভেম্বর এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। কিন্তু ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবির অবসরে যান।

গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top