সকল মেনু

সেলফি তোলার ক্যামেরা এনএক্স মিনি

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ১৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বর্তমান সময়ে সেলফি তোলার ঝোঁক খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। সবার কাছে আছে স্মার্টফোন, সেটার আবার রয়েছে ফ্রন্ট ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরার ইমেজ কোয়ালিটি প্রধান ক্যামেরার মত উন্নত হয় না। তবুও সেলফি প্রেমীরা থেমে নেই। তার উপর যেহেতু সেলফি তোলার সময় সবাই চায় ফোনের এলসিডি স্ক্রিনে নিজেকে দেখতে তাই স্মার্টফোনই সবচেয়ে বেশি ব্যাবহৃত হচ্ছে।

স্যামসাং বিষয়টিকে মাথায় রেখে বাজারে এনেছে সেলফি এনাবলড ক্যামেরা। এর নাম দেয়া হয়েছে “এনএক্স মিনি”। ক্যামেরাটি স্মার্টফোনের চেয়ে খুব একটা ভারি নয় এবং এটি সকল ফিচার সমৃদ্ধ একটি মিররলেস ক্যামেরা
সবচেয়ে বড় কথা সেলফি তোলার জন্য এতে রয়েছে ১৮০ ডিগ্রি ঘুরাতে সক্ষম এলসিডি স্ক্রিন।

ছোট্ট, দেখতে সুন্দর ও স্লিম এই ক্যামেরাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪৯ ডলার। এতে বিল্টইন ওয়াইফাই সুবিধা রয়েছে। এতে করে তৎক্ষণাৎ আপলোড করা যাবে আপনার তোলা সেলফি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top