সকল মেনু

নির্বাচনী এলাকায় ২৩ ও ৩১ মার্চ ব্যাংক বন্ধ

ঢাকা, ১৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও পঞ্চম পর্যায়ের ভোট গ্রহণ উপলক্ষে ২৩ ও ৩১ মার্চ নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকের শাখাগুলো বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ২৩ মার্চ রোববার চতুর্থ পর্যায়ের ৯২টি উপজেলা পরিষদ এবং ধামরাই উপজেলা পরিষদ, ৩১ মার্চ সোমবার পঞ্চম পর্যায়ের ৭৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে ২৩ ও ৩১ মার্চ তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top