সকল মেনু

রংপুরের চালক ও হেলপার নিহত

রংপুর অফিস: রংপুরের কাউনিয়ার মিরবাগ এলাকায় মালবোঝাই ট্রলি উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বিজলের ঘুমটি নামকস্থানে ওই দুর্ঘটনা ঘটে।  কাউনিয়া থানার ওসি আবদুল লতিফ জানান, দুপুরে ট্রলি নিয়ে নব্দিগঞ্জ থেকে মিরবাগ যাচ্ছিলেন চালক শ্রী সুজন কান্ত (২৫) ও হেলপার মিলন মিয়া(২৭)। ট্রলিটি বিজলের ঘুমটি এলাকায় পৌছলে হঠাত করেই ট্রলিটির সামনের দিকের  সেলফ ভেঙ্গে যায়। এতে চালক নিয়স্ত্রন হারিয়ে ফেলে এবং ট্রলিটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কায় খায়। এতে চালক ও হেলপার দুজনই ঘটনাস্থলেই নিহত হন। নিহত চালক সুজনের বাড়ি কাউনিয়া উপজেলার সিংগারকুড়া বাহাগিলি গ্রামে। তার বাবার নাম ললনী কান্ত। আর হেলপার মিলন মিয়ার বাবার নাম আজিজার রহমান। তার বাড়িও বাহাগিলি গ্রামে। শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলার জমি চাষের জন্য আমদানী হয়। কিন্তু এক শ্রেণীর অসাধু মালিকরা পাওয়ার টিলারের পিছনে ট্রলি সংযোগ করে মালামাল পরিবহন করছে। ফলে মহাসড়কে এসব ট্রলি উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব বন্ধে এলাকাবাসি প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top