সকল মেনু

ইসলামী ব্যাংকের কাছ থেকে সরকার অর্থ নেয়নি : আসাদুজ্জামান নূর

ঢাকা, ১৮ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আমরা ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে সরকার অর্থ নেয়নি বলে দাবী করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, এটি লাখো-কোটি মানুষের আবেগের সঙ্গে সম্পর্কিত। এ জন্য প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে সম্পৃক্ত করা হয়নি। এ বিষয়ে আহ্বানকৃত ব্যাংকারসদের বৈঠকেও এ প্রতিষ্ঠানকে ডাকা হয়নি।

মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, গিনেজ বুক অব রেকডর্সে নাম অন্তর্ভুক্ত করার জন্য স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিন লাখ মানুষের কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। এ অনুষ্ঠানে অনেক প্রতিষ্ঠানই স্বেচ্ছায় অংশ নেবে।

বিশ্বকাপ ক্রিকেট ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইসলামী ব্যাংকের অনুদান দেওয়াটা বেআইনি নয় মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী বলেন, এটি একটি তফসিলি ব্যাংক। তাদেরও সুযোগ রয়েছে দেশের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top