সকল মেনু

২০ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি দিল বিএনপি

ঢাকা, ১৮ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আগামী ২০ মার্চ সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করবে বিএনপি।

তিনদফা নির্বাচনে সহিংসতা, ভোট কারচুপি ও গুম-খুনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা দেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘উপজেলা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের সংখ্যা বৃদ্ধির জন্য তারা সহিংসতার পথ অবলম্বন করেছে। প্রশাসনের সমর্থনে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। জোর করে ফলাফল ছিনিয়ে নিতে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন সরকারের অপকর্ম জায়েজ করতে এদের মুখপাত্রের ভূমিকা পালন করছে।’

তিনি বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিতে যশোরের মণিরামপুর এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকার প্রতিবাদ শুনলে ক্ষুব্ধ হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী গুম-খুনের সঙ্গে জড়িত। সরকার যাকে প্রতিপক্ষ মনে করে তারই লাশ পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top