সকল মেনু

স্বাধীনতা ঘোষণা করলো ক্রিমিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ক্রিমিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে। একই সঙ্গে ক্রিমিয়া রুশ ফেডারেশনে যোগ দেয়ার আবেদনও জানিয়েছে। রবিবার ইউক্রেনের স্ব-শাসিত এ উপদ্বীপের জনগণ এক গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর আনুষ্ঠানিকভাবে এ আবেদন জানায় ক্রিমিয়া।

গণভোটের এ ফলাফল মেনে নেবে না স্পষ্ট জানিয়েছে ইউক্রেন সরকার। এছাড়া মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়নও এ গণভোটকে অবৈধ ঘোষণা করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।

উল্লেখ্য, পাশ্চাত্যপন্থী অভ্যূত্থানে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হওয়ার পর ক্রিমিয়া নিয়ন্ত্রণ করছে রুশপন্থীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top