সকল মেনু

সাকিবের জরিমানা

ঢাকা, ১৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আইসিসির আচরণবিধি ২.২.৪ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। একই শাস্তি পেয়েছেন আফগানিস্তান দলের ক্রিকেটার দওলাত জারদানের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ইনিংসের নবম ওভারের চতুর্থ বলটির ফলো থ্রুতে সাকিবের শরীরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন দওলাত। এরপর সাকিবও পাল্টা ধাক্কা দেন।

অনফিল্ড আম্পায়াররা দুই ক্রিকেটারের ওপর অভিযোগ আনেন।

ম্যাচ শেষে দুজনই দোষ স্বীকার করে নেওয়ায় শুনানি ছাড়াই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top