সকল মেনু

বাংলাদেশ সাহায্য নির্ভর দেশ নয় : ড. দেবপ্রিয়

ঢাকা, ১৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ‘বাংলাদেশ এখন আর সাহায্য নির্ভর দেশ নয়, রপ্তানি নির্ভর হয়ে উঠেছে। আগের তুলনায় বাংলাদেশের অর্থনীতি এখন অনেকটা মজবুত।’

রোববার সন্ধ্যায় অর্থনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।

মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের রিসোর্স সেন্টারে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

ড. দেবপ্রিয় বলেন, ‘গত ৪০ বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে রাজনীতিবিদদের মধ্যে স্বচ্ছতা আনতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক চিন্তা-ভাবনা থাকতে হবে।’

মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক পৌরসভার মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, বর্তমান মেয়র খালিদ হোসেন ইয়াদ, সংস্থার সহ-সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রধান সমন্বকারী খান মো. শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাজনীতিবিদ, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা  সেমিনারে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top