সকল মেনু

ফখরুল-আব্বাস-সালাম কারাগারে

ঢাকা, ১৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে রোববার জামিনের আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন নেতাই আদালতে উপস্থিত ছিলেন। গত ৩ জানুয়ারি রমনা থানার পরিবাগের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা করা হয়। এটিসহ একই থানায় আরো দুই মামলায় আসামি হন মির্জা আব্বাস। আবদুস সালাম তিনটির মধ্যে একটি মামলার আসামি। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে এসব মামলায় জামিন চান বিএনপির তিন নেতা। এর আগে হত্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করে আট সপ্তাহের জামিন নেন ফখরুল। কিন্তু পরবর্তী সময়ে আপিল বিভাগ জামিন বাতিল করে দিলে তিনি সিএমএম আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top