সকল মেনু

দুর্গাপুরে হাজং সমাবেশ

 দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:  নেত্রকোনার দুর্গাপুরে হাজং সমাবেশ উদযাপন কমিটির আয়োজনে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক পরিচালিত দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার হাজং জনগোষ্ঠীর নারী-পুরুষদের অংগ্রহনে জেলা পরিষদ অডিটরিয়ামে  দিনব্যাপী হাজং সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার। ”কাঠামোগত নেতৃত্বই আনতে পারে হাজং সমাজে শান্তি ও ন্যায্যতা।” এই মুল সুরকে সামনে রেখে থানা মড়ল কমিটির সভাপতি রঞ্জিত কুমার হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও অন্যান্যের মধ্যে আলোচনা করেন,সমাবেশ উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফুল্ল চন্দ্র হাজং,নরেশ হাজং,বিশ্বজিৎ হাজং,পূণ্যমোহন হাজং,স্বপ্না দেবী রায়,বাবুলাল হাজং,সন্ধ্যা রানী হাজং,মনিন্দ্র হাজং প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন,হাজং সমাজের  যে কোন ধরনের সমস্যা নিজেদের গাঁও কমিটি ইউনিয়ন কমিটি এবং উপজেলা কমিটির মাধ্যমে সমাধান করার প্রক্রিয়া করতে হবে,সেই সাথে হাজংদের কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখা এবং লালন করার ব্যাপারে জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে হাজং নারী-পুরুষদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top