সকল মেনু

মদনে দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার; সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৪,নিহত-১ গুলিবর্ষণ

  মদন, নেত্রকোণা থেকে নুরুল হক রুনু:  মদনে উপজেলা পরিষদ নির্বাচনে বি.এন.পির তৃণমূল সমর্থনকে উপেক্ষা করে চেয়ারম্যান পদে উপজেলা বি.এন.পির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম আকন্দ ও ভাইস চেয়ারম্যান পদে বি.এন.পির উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই দুজনকে বহিষ্কার করা হয়। তৃণমূলের সমর্থণ নিয়ে উপজেলা বি.এন.পির সভাপতি হারেছ উদ্দিন চেয়ারম্যান পদে জহিরুল ইসলাম বাচ্চু ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ নির্বচনে প্রতিদ্বন্দিতা করছেন। তবে জামায়াতে আমীর মাওলানা রুহুল আমীন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করায় মদনে ১৯ দলীয় জোটের কোন সমন্বয় হচ্ছে না। শনিবার সকালে ফতেপুর ইউনিয়নের আগপাড়া গ্রামে বি.এন.পি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী দুই গ্রুপের মধ্যে পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে ফতেপুর ইউনিয়ন সভাপতি হায়দার আলী ও সাবেক সাধারণ সম্পাদক রহিছ উদ্দিন এর মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে রহিছ উদ্দিন গ্রুপের লোকজন বন্দুক দিয়ে দুই রাউন্ড ফাঁকা ছিটাগুলি করে। ছিটাগুলিতে হায়দার গ্রুপের মেনু মিয়া (৩৮) সহ ৪ জন লোক আহত হয়। মেনু মিয়া গুরুতর আহত অবস্থায় মদন থানা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি হলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন। ময়মনসিংহ যাওয়ার পথে শ্যামগঞ্জ নামক স্থানে আহত মেনু মিয়ার মৃত্য ঘটে। এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ এস.এম মফিজুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top