সকল মেনু

মণিরামপুরে বোমা ফাটিয়ে জামায়াত-শিবির ক্যাডারদের ৩ ব্যালট বক্স ছিনতাই

 স্টাফ রিপোর্টার যশোর থেকে:  যশোরের মণিরামপুরের হাজরাকাটি কেন্দ্র থেকে বোমা ফাটিয়ে জামায়াত-শিবির ক্যাডাররা ৩টি ব্যালট বক্স ছিনতাই করেছে। এ সময় তাদের হামলায় পুলিশের এক সদস্য আহত হন। বর্তমানে ভোট গ্রহন স্থগিত রয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে জামায়াত-শিবিরের ৫০/৬০ জন সশস্ত্র  ক্যাডার বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে হাজরাকাটি কেন্দ্র প্রবেশ করে। এরপর তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী এ্যাড.গাজি এনামুল হকের মার্কায় সিল মারতে থাকেন। খবর পেয়ে পুলিশ আসলে তাদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় জাম্য়াাত-শিবিরের ক্যাডাররা ৩টি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে চলে যায় এবং একটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৭ রাউন্ড গুলি বর্ষণ করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোরস্থ ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল মতিউর রহমান জানান, জামায়াত-শিবিরের ক্যাডাররা হামলা করে ব্যালট বাক্স ছিনতাই করে। পরে পুলিশ দুটি বাক্স উদ্ধার করে। বর্তমানে ভোট গ্রহন বন্ধ রয়েছে। জামায়াত-শিবিরের হামলায় পুলিশের নায়েক আব্দুল জব্বার আহত হয়েছেন।
এদিকে গতরাতে ভোট কেনার সময় পুলিশ জামায়াত সমর্থিত প্রার্থী গাজি এনামুল হকের ভাই গাজি মুকিদুলহককে এক লাখ টাকাসহ আটক করেছে। আজ দুপুরে তাকে পুলিশ অঅদালতে সোপর্দ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top