সকল মেনু

ফেনী পৌরসভায় উপ-নির্বাচন ৬ এপ্রিল

ফেনী, ১৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ফেনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারীসহ দেশের ৪ পৌরসভার মেয়র সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ৪টি পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে।

স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা অনুসারে ফেনী পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ মার্চ মনোনয়নপত্র বাছাই, ২৩ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ৬ এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ধার্য্য করা হয়েছে।

সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top