সকল মেনু

এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন-সমাজকল্যাণ মন্ত্রী

 মৌলভীবাজার প্রতিনিধি,১৫ মার্চ:  বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। এদেশের মানুষ নিজের ধর্মকে যেমন ভালবাসে, অন্যের ধর্মীয় অনুভূতির প্রতিও তেমন শ্রদ্ধা প্রদর্শন করে। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার রাজনগরে বিষ্ণুপদ ধাম এর বাৎসরিক উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সারাবিশ্বে বাংলাদেশের খ্যাতি রয়েছে। তিনি বলেন, এদেশের মানুষ অত্যন্ত উদার, তারা সাম্প্রদায়িকতা অপছন্দ করে। এক ধর্মের উৎসবের আনন্দে অন্য ধর্মাবলম্বীরাও মিলেমিশে একাকার হয়ে যায়। পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত নিহির কান্ত দেব মিন্টুর সভাপতিত্বে ধর্মসভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মুজিবুর রহমানসহ সরকারী সকল কর্মকর্তাগন। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই অনুষ্টান রাত ১১টা পর্যন্ত চলে। তবে এই অনুষ্টানটি সপ্তাহব্যাপি চলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top