সকল মেনু

ডোমারে ৩২টি ঘর পুড়ে ছাই

নীলফামারী, ১৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ডোমারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ পরিবারের ৩২টি ঘর, আসবাবপত্র, ধানসহ নগদ ৭০হাজার টাকা পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার ভোর রাতে ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিমবোড়াগাড়ী গ্রামের চেয়ারম্যান পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী জানায়, গ্রামের কৃষক হামিদুল ইসলামের গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।পরে তা চারিদিকে ছড়িয়ে পড়লে ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস সকাল সাড়ে সাতটা পযর্ন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ১৪টি পরিবারের ৩২টি টিনের ঘর, আসবাবপত্র, ২৪০ মণ ধান, ৫০ মণ  চাল, নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে যায়।

এলাকাবাসী জানায়, মশিয়ার মোড় অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিস ঢুকতে সময় নষ্ট হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রয়ে আনা হয়েছে।সৌভাগ্যক্রমে কোন মানুষের মারা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top