সকল মেনু

লোকসভা ভোটে তৃতীয় বৃহত্তম দল হবে তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক, ১৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : রিলিজের পরের মুহূর্তেই ফ্লপ শো। অর্থাৎ দিল্লীতে বিনা আন্নার সমাবেশ। তাই রামলীলার প্রসঙ্গ এড়িয়ে, আর সময় নষ্ট না করেই কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর দাবি সর্বভারতীয় ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম দল হবে তৃণমূল কংগ্রেস।

এদিন কলাকাতায় ফিরে বিমান বন্দরেই তিনি জানান, জাতীয় রাজনীতিতে

তৃণমূলের একটা বড় ভূমিকা থাকবে। তৃণমূল ৪২টি সিটে লড়ছে। মানুষের মনে আছে তৃণমূল, তাই কোনো অশুভ জোট নয়।

মানুষের জোট নিয়েই এগোবে দল। দিল্লীর সমাবেশের পর তিনি আরো

আত্মবিশ্বাসী। ভোটের দামামা বাজিয়ে তাই ফের ‘একলা চলো রে’ নীতিই স্পষ্ট

করলেন তৃণমূল সুপ্রিমো। তবে মুখ্যমন্ত্রী আরো প্রার্থী দেবেন বলেও জানান

এদিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top