সকল মেনু

রাশিয়া ব্যাপক ঝুঁকির সম্মুখীন: মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক, ১৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন প্রশ্নে তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে ‘ব্যাপক’ রাজনৈতিক এবং অর্থনৈতিক ঝুঁকির সম্মুখীন হবে।

বৃহস্পতিবার, জার্মানির সংসদে দেওয়া এক ভাষণে মার্কেল বলেছেন, ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা আলোচনার ঊর্ধ্বে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সামরিক বাহিনী প্রবেশের কারণে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত হবে কী না তা নির্ধারণের জন্যে রোববার ক্রিমিয়ার অধিবাসীরা গণভোটে অংশ নেবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top