সকল মেনু

বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শুক্রবার

ঢাকা, ১৩ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আগামী ১৬ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের পর্দা উঠবে।

বিশ্বকাপের ময়দানি যুদ্ধে নামার আগে আগামীকাল শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে।

দ্বিতীয় ম্যাচে কয়েকটা পরিবর্তন আসতে পারে। ‘সাইড স্ট্রেইন’ থেকে সেরে উঠা মাশরাফি বিন মুর্তজা খেলেননি আমিরাতের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন দেশসেরা পেসার।
প্রথম ম্যাচে না খেলা মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান, অফস্পিনার সোহাগ গাজী খেলতে পারেন এই ম্যাচে।

দুই অচেনা প্রতিপক্ষ এর আগে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। যার ৩টিতেই জয় বাংলাদেশের। ১টি ম্যাচে জয় পেয়েছে আয়ারল্যান্ড। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল তারা।

এর আগে গত বুধবার ফতুল্লা স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top