সকল মেনু

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভ উদ্বোধন

ঢাকা, ১৩ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) :  পর্দা উঠলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় বিসিবির সেলিব্রেশন কনসার্টের মধ্য দিয়ে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা সঙ্গে সঙ্গে আতশবাজি ফাটিয়ে স্বাগত জানানো হয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে।

বিসিবির সেলিব্রেশন কনসার্টে বিকেল থেকে সংগীত পরিবেশন করে এলআরবি, মাইলস, সোলস আর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। এছাড়াও রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ ও মমতাজদের মতো দেশসেরা শিল্পীরাও গান গাইবেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এ আর রহমান। এছাড়া এ কনসার্টে থাকবেন অ্যাকন, জাভেদ আলী, সুনীধি চৌহান, উদিত নারায়ণ, শ্বেতা পণ্ডিত, আনন্দন শিবামনি, হারদীপ কৌর প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top