সকল মেনু

চুরি হালাল করতে বিদ্যুতের দাম বৃদ্ধি

ঢাকা, ১৩ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : এই সরকার তাদের কুইক রেন্টাল চুরিটাকে হালাল করার জন্য বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী শ্রমিক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমানে লুটেরারা দেশ চালাচ্ছে। আওয়ামী লীগ সরকার লুটেরা।’

তিনি বলেন, ‘এখন দেশে অভিনব কায়দায় ব্যাংক লুট হচ্ছে যা আগে কখনো দেশের মানুষ দেখেনি। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয় আর অর্থমন্ত্রী বলেন এটা কোনো টাকা নয়।’

দাবি আদায়ের জন্য শ্রমিকদের ঐক্যদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে জোট বেধে এই সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হবে।’

দ্রুত নির্বাচন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘অতি দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সে নির্বাচনে যারা বিজয়ী হবে আমরা তাদের সমর্থন জানাবো।’

শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top