সকল মেনু

সন্ত্রাসী-তালিকা হালনাগাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৩ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : চাঞ্চল্যকর হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পাশাপাশি সন্ত্রাসী-তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দিয়েছেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ অফিস করেন। প্রতিমন্ত্রী জানান, দেশে অনেক চাঞ্চল্যকর হত্যা মামলা রয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরো বলেছেন, দেশে অনেক সন্ত্রাসী রয়েছে। তাদের তালিকা হালনাগাদ করতে হবে। এর আগে এ তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম উঠেছিল। এ ক্ষেত্রে সতর্ক থাকতেও বলেছেন তিনি। মন্ত্রণালয় দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।   আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, প্রধানমন্ত্রী তাদের বলেছেন, মাদক মামলা থেকে অভিযুক্তরা খালাস পেয়ে যাচ্ছে। এর কারণ হলো সাক্ষী না পাওয়া। এ ক্ষেত্রে সাক্ষীকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আরো বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা আনুপাতিক হারে অনেক কম। এ ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে প্রতি ৮০০ জনসংখ্যার বিপরীতে একজন পুলিশ রাখার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন করে পুলিশ নিয়োগ দিয়ে এ ব্যবস্থা নিশ্চিত করা হবে- জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top