সকল মেনু

টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধন আজ

ঢাকা, ১৩ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের উদ্বোধনী পর্দা উঠছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির এই আসরকে আরো জমকালো করে রাখতে কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশের মাধ্যমে স্বাগত জানানো হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বিকাপকে।

২০১১ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সফল আয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেবার সফলতা দেখাতে পারায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দিয়েছে।

এই প্রথম একসঙ্গে ২৬টি দল অংশ নেবে। ছেলেদের ১৬টি দলের পাশাপাশি মেয়েদের ১০টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।

বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে ১৬ মার্চ।

মাসব্যাপী এই টুর্নামেন্টকে ঘিরে রাজধানী ঢাকায় এখন সাজসাজ রব। ১১৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট নগরীর শোভাবর্ধন করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে অধিকাংশ দলই এখন বাংলাদেশে অবস্থান করছে।

এশিয়া কাপের আগে নিরাপত্তা নিয়ে সংশয় জাগায় বিদেশি দলগুলোকে বাড়তি নিরাপত্তা দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। বলতে গেলে ক্রিকেট দলগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top