সকল মেনু

রাশিয়ার ওপর অবরোধ আরোপের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, ১৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ইউক্রেন থেকে ক্রিমিয়াকে ভেঙ্গে রাশিয়াতে অন্তর্ভুক্তির প্রচেষ্টা থেকে বিরত না থাকলে রাশিয়ার উপর অবরোধ আরোপের হুমকি দিয়েছে পশ্চিমা দেশগুলো।

ক্রিমিয়া ইউক্রেনের সঙ্গেই থাকবে নাকি রাশিয়ার অংশ হবে রুশভাষি ক্রিমিয়ার অধিবাসীরা সেনিয়ে এক গণভোটে অংশ নেবে রবিবার। অবিলম্বে সেই গণভোট বন্ধে করতেও হুমকি এসেছে পশ্চিমা রাষ্ট্রগুলো থেকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই গণভোট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।

তিনি বলেন, মস্কো যে পথে হাঁটছে তা চালিয়ে গেলে তার খেসারত তাদের অবশ্যই দিতে হবে।

ইউক্রেন-রাশিয়া বিবাদ মেটাতে পথ খোঁজার অংশ হিসেবে ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হোয়াইট হাউজে দেখা করেছেন বারাক ওবামার সঙ্গে। সেখানে দ্বিপাক্ষিক আলাপের পরই এমন বক্তব্য দিলেন বারাক ওবামা।

এদিকে ইওরোপিও ইউনিয়ন এবং জি-৭ ভুক্ত দেশগুলোই আগেই জানিয়ে দিয়েছে গণভোট অনুষ্ঠিত হলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।

ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দীতে এসে স্বাধীন ইউক্রেনের মাটিতে রাশিয়ান সেনা একেবারেই অগ্রহণযোগ্য।

ইউরোপের সঙ্গে একটি চুক্তি বাতিল করা নিয়ে গত নভেম্বরে ইউক্রেনে যে আন্দোলনের শুরু হয় তারই ধারাবাহিকতায় পতন ঘটেছে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের।

এরপরই ক্রিমিয়াতে অবস্থান নেয় রাশিয়ার সেনারা। তারা এখনো ওই এলাকার নিয়ন্ত্রণে রয়েছে।

মার্চের প্রথম সপ্তাহে ক্রিমিয়ার আঞ্চলিক পরিষদে সর্বসম্মত ভোটে রাশিয়ার অংশ হিসেবে থাকার পক্ষে এক প্রস্তাবও পাস হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top