সকল মেনু

লকারবি বোমা হামলা হয়েছিল ইরানের নির্দেশে!

আন্তর্জাতিক ডেস্ক, ১২ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ইতিহাসের মর্মান্তিক ‘লকারবি বিমান দুর্ঘটনা’ সম্পর্কে বেরিয়ে এলো এক নতুন তথ্য। ওই হামলার জন্য ইরান নির্দেশ দিয়েছিল বলে দাবি উঠেছে।

খোদ ইরানের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ‘দুর্ঘটনাবশত ইরানের একটি যাত্রীবাহী জেট বিমান যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গুলি করে নামানোর প্রতিশোধ হিসেবে লকারবি বোমা হামলার নির্দেশ দেয় ইরান।’

‘লকারবি : প্রকৃতপক্ষে কী ঘটেছিল’ শীর্ষক আল-জাজিরা নির্মিত এক প্রামাণ্যচিত্রে দাবি করা হয়েছে, তেহরানের নির্দেশে সিরিয়াভিত্তিক পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ড ওই হামলা চালায়।

প্রামাণচিত্রে আরো বলা হয়েছে, বোমাটি বানানো হয়েছিল হিথ্রো বিমানবন্দরে বসে। কিন্তু লকারবি বোমা বিস্ফোরণ মামলার বিচারের বলা হয়, বোমাটি তৈরি করা হয় মাল্টায়।

আল-জাজিরাকে এসব তথ্য দেওয়া ইরানের ওই গোয়েন্দা কর্মকর্তার নাম আবুল গাসেম মেসবাহি।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ডিসেম্বরে স্কটল্যান্ডের লকারবি নামক স্থানে বোমাটি বিস্ফোরিত হয়। এতে ২৭৭ জন নিহত হন। ইতিহাসে এমন বিমান দুর্ঘটনা বিরল।

এ ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হয় এমন ব্যক্তিদের মধ্যে বেঁচে আছেন শুধু লিবিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা আবদেলবাসেত আল মেগ্রাহি। এ সংক্রান্ত মামলায় তাকে আজীবন কারাদ- দেওয়া হয়। সাত বছর সাজা ভোগের পর ক্যান্সার আক্রান্ত মেগ্রাহিকে মুক্তি দেন আদালত।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে অনুবাদ রাসেল পারভেজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top