সকল মেনু

হাইকোর্টে সাংবাদিকদের ওপর আইনজীবীদের হামলা, আহত ৫

ঢাকা, ১২ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে আইনজীবীরা। এতে নারী সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, গণমাধ্যম ও সাংবাদিকতা সম্পর্কে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে তলব করেন হাইকোর্ট।

তলব অনুযায়ী সাংবাদিকরা সকাল ১০টার দিকে আদালতে আসেন। সাংবাদিকরা এনেঙ ভবনের বারান্দায় জড়ো হলে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের সমর্থকরা সাংবাদিকদের আদালত থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় বাকবিত-ার একপর্যায়ে আইজীবীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাখানেক সাংবাদিকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি চলে। এতে বৈশাখী টিভির নারী সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পরে সাংবাদিক নেতাদের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top