ঢাকা ১২ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) :আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেবেন এবং কাজের তদারকি করবেন বলে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এ মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী রয়েছেন।