ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১১ মার্চ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইউক্রেনের ক্রিমিয়া সংকট নিরসনে রাশিয়া যতদিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রস্তাবে সাড়া না দেবে ততদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোন আলোচনা নয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে তিনি এ কথা বলেন।
কেরি বলেন, ক্রিমিয়ায় রুশ সেনাদের উপস্থিতিতির কারণে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্রিমিয়ার ভবিষ্যত নিয়ে গণভোট হলে মস্কোর সঙ্গে সামান্য আলোচনা করাও সম্ভব নয়।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, ‘ইউক্রেন সমস্যা সমাধানের কূটনৈতিক প্রস্তাবে সারা দিতে রাশিয়া প্রস্তুত কিনা সে ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ চায় ওয়াশিংটন।’